thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সোনারগাঁওয়ে সবার দৃষ্টি

২০১৩ ডিসেম্বর ১১ ১৬:০১:০৭
সোনারগাঁওয়ে সবার দৃষ্টি

দ্য রিপোর্ট প্রতিবেদক : সবার দৃষ্টি এখন হোটেল সোনারগাঁওয়ে। বুধবার বিকেল সাড়ে ৫টা। এসময় জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে তার চেষ্টার সর্বশেষ অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে।

এর আগে বিএনপি ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর বহুল প্রতীক্ষিত বৈঠক শেষ হয়েছে বিকেল প্রায় তিনটায়। বুধবার দুপুর সাড়ে বারোটা থেকে টানা আড়াই ঘণ্টা বৈঠক হয় আওয়ামী লীগ, বিএনপি এবং জাতিসংঘের সহকারী মহাসচিবের।

বৈঠকের বিষয়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের কেউ মুখ খোলেননি। উল্লেখ্য, বাংলাদেশের নির্বাচনকালীন সরকার বিষয়ে চলমান অচলাবস্থা নিরসনে গত ৬ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসেন অস্কার ফার্নান্দেজ তারানকো। পূর্ব ঘোষণা অনুযায়ী ১০ ডিসেম্বর বাংলাদেশ ত্যাগ করার কথা ছিল তার। প্রধান দুই দলের সমঝোতা না হওয়ায় তার সফর আরও একদিন বাড়ানো হয়। বুধবার সন্ধ্যার পর তারানকোর বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/বিকে/রা/এইচএসএম/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর