thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বিজয়ের মাসে আরেকটি বিজয় ছিনিয়ে আনার ইঙ্গিত নৌমন্ত্রীর

২০১৩ ডিসেম্বর ১১ ১৬:১০:৩০
বিজয়ের মাসে আরেকটি বিজয় ছিনিয়ে আনার ইঙ্গিত নৌমন্ত্রীর

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিজয়ের মাসে আরেকটি বিজয় ছিনিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন নৌমন্ত্রী শাহজাহান খান। ৪৩তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

সেক্টর কমান্ডারস ফোরাম, বিজয় ৪:৩১ মঞ্চ, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ এই তিনটি সংগঠনের যৌথ আয়োজনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের আহ্বায়ক শাহজাহান খান বলেন, ‘রাজাকার, আল-বদর, আল-শামস ও এদের দোসরদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে শুক্রবারের মধ্যে দেশের সকল স্থানে মুক্তিযুদ্ধের মঞ্চ গড়ে তুলতে হবে। আশাকরি এই বিজয়ের মাসে আরেকটি বিজয় আমরা ছিনিয়ে আনতে পারবো।’

নৌমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৪টা ৩১ মিনিটে বিজয়ের পর মানুষ ভুলেই গিয়েছিল মুক্তিযুদ্ধের ঘাতকদের নাশকতার কথা। কিন্তু বর্তমানে তাদের দোসরদের নৈরাজ্য ও নাশকতা দেখে সেই স্মৃতি আবারো মানুষের মনে পড়ে যাচ্ছে।’

সেক্টর কমান্ডারস ফোরামের সহ-সভাপতি ডা. সরোয়ার আলী বলেন, ‘মঙ্গলবার যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর নিয়ে নাটক হয়েছে। মুক্তিযুদ্ধের সময় সংঘটিত ঘৃণ্য কর্মকাণ্ডের জন্য তার (কাদের) মৃত্যুদণ্ড হওয়া উচিৎ। এ শুধু আমাদের দাবি না, সারা বাংলাদেশের দাবি।’

তিনি বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। কাদের মোল্লার রায়ের রিভিউ হলেও তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিৎ। একমাত্র এই উপায়েই জাতি কলঙ্ক মুক্ত হতে পারবে।

এসময় অন্য বক্তারা রাষ্ট্রপক্ষের সকল সাক্ষীদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত এবং যারা সাক্ষীদের উপর হামলা করবে তাদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির আহ্বান জানান।

সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারের (বীর উত্তম) সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম. হামিদ, বিজয় ৪:৩১ মঞ্চের আহ্বায়ক প্রফেসর ইমিরিটাস আনিসুজ্জামান, সেক্টর কমান্ডার জেনারেল কে এম সফিউল্লাহ (বীর উত্তম), বিজয় ৪:৩১ মঞ্চের প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন ইউসুফ প্রমুখ বক্তব্য দেন।

(দ্য রিপোর্ট/এসআর/এসবি/রা/এমসি/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর