thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ছাতকে ট্রলি চাপায় স্কুলছাত্র নিহত

২০১৩ ডিসেম্বর ১১ ১৬:২২:৪৭
ছাতকে ট্রলি চাপায় স্কুলছাত্র নিহত

সুনামগঞ্জ সংবাদদাতা : ছাতকে লার্ফাজ সিমেন্ট ফ্যাক্টরির কলোনির সামনে ট্রলি চাপায় আল-আমীন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

আল-আমীন কালারুকা কমর আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। সে উপজেলার নোয়ারাই ইউনিয়নের ছনখাইড় গ্রামের সৌদি আরব প্রবাসী চাঁন মিয়ার একমাত্র ছেলে।

নোয়ারাই ইউনিয়নের চেয়ারম্যান আফজাল আবেদীন জানান, লার্ফাজ সিমেন্ট ফ্যাক্টরির কলোনির সামনে ইট ভর্তি একটি ট্রলি আল-আমীনকে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ট্রলিটি জনতা আটক করলেও চালক পালিয়ে যায় বলে জানান তিনি।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল মুন্সী বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/আইজেকে/এসবি/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর