thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

নাটোরে আ.লীগ অফিস ভাঙচুর, আহত ৪

২০১৩ ডিসেম্বর ১১ ১৬:৪৫:২১
নাটোরে আ.লীগ অফিস ভাঙচুর, আহত ৪

নাটোর সংবাদদাতা : নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া এলাকায় আওয়ামী লীগ ও জামায়াতের সংঘর্ষে চারজন আহত হয়েছেন।

এ সময় জামায়াত-শিবির নেতাকর্মীরা বিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ অফিস, নেতাকর্মীদের বাড়ি-ঘর, একটি মোটর সাইকেল ও পাওয়ার টিলার ভাঙচুর করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান জানান, বুধবার দুপুরে হরতালের সমর্থনে জামায়াত-শিবির নেতাকর্মীরা বিলমাড়িয়া বাজারে একটি মিছিল বের করে। এ সময় মিছিলকারীরা ইউনিয়ন যুবলীগ নেতা রফিককে কুপিয়ে জখম করে। পরে তারা ইউনিয়ন আওয়ামী লীগ অফিস ও নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। তারা একটি মোটরসাইকেল ও পাওয়ার টিলার ভাঙচুর করে। তাদের প্রতিরোধ করতে গেলে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের ৪ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

(দ্য রিপোর্ট/এনএইচ/রা/এসবি/ডিসেম্বর ১১, ২০২৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর