thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

গণজাগরণ মঞ্চে ককটেল বিস্ফোরণ, আটক ১

২০১৩ ডিসেম্বর ১১ ১৬:৫৯:৫২
গণজাগরণ মঞ্চে ককটেল বিস্ফোরণ, আটক ১

দ্য রিপোর্ট প্রতিবেদক : যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকরের দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চের সমাবেশের পাশেই একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, বুধবার দুপুর তিনটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে মো. রাসেল (১৭) নামে এক কিশোরকে আটক করা হয়েছে।

বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ৩টায় হঠাৎ একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই গণজাগরণ মঞ্চে আসা লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে রাসেল নামে একজনকে বেধড়ক পিটিয়ে পুলিশে সোপর্দ করে গণজাগরণ মঞ্চেরকর্মীরা।

(দ্য রিপোর্ট/জেএইচে/নূরু/এমএইচও/এসবি/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর