thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

‘মুক্তিকামী গণআন্দোলনের নাম মওলানা ভাসানী’

২০১৩ ডিসেম্বর ১১ ১৭:২৫:৩৩
‘মুক্তিকামী গণআন্দোলনের নাম মওলানা ভাসানী’

দ্য রিপোর্ট, প্রতিবেদক : মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৩২তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে এক আলোচানা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ঢাকা মহানগর এই আলোচনা সভার আয়োজন করে।

সংগঠনের সভাপতি মোড়ল আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুননবী ডাবলু’র পরিচালনায় বক্তব্য দেন ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, কল্যাণ পার্টি যুগ্ম মহাসচিব এমএম আমিনুর রহমান, এনডিপি নগর সাধারণ সম্পাদক মো. ফরিদউদ্দন, ন্যাপ সম্পাদক মো. কামাল ভুইয়া, ডা. হাকিম মো. রিয়াজউদ্দিন, নগর সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, মতিয়ারা চৌধুরী মিনু, যুগ্ম সম্পাদক মো. শামিম ভুইয়া, সম্পাদক মেহেদী হাসান সোহেল, জাতীয় ছাত্রদল সভাপতি এমএন. শাওন সাদেকী প্রমুখ।

এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, স্বাধীনতা পূর্ব-উত্তর প্রতিটি সময়ের গণতান্ত্রিক আন্দোলন আর দুর্যোগ মুহূর্তে কান্ডারী ছিলেন মওলানা ভাসানী। জাতীয় মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতিষ্ঠার রাজনীতিতে তিনি আজও সমগ্র জাতির প্রেরণা। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে বাঙালীর স্বাধিকার এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের আলোকবর্তিকা ভাসানী।

তিনি বলেন, তার আপোসহীন সংগ্রামী দৃঢ়তাই তাকে মজলুম জননেতা বানিয়েছে। তিনি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সার্বভৌমত্বের জন্য সংগ্রাম করে গেছেন। তার অনুপস্থিতি আজ জাতি চরমভাবে অনুভব করছে। প্রতিটি মুক্তিকামী গণআন্দোলনের নাম মওলানা ভাসানী। তার সংগ্রামী জীবনের মধ্যেই বর্তমান রাজনৈতিক সঙ্কটের সমাধান রয়েছে।

ঢাকা মহানগর দফতর সম্পাদক মেহেদী হাসান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এসবি/নূরু/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর