thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

পাকিস্তানে টেলিভিশনে বিদেশি সিনেমা, সিরিয়াল নিষিদ্ধ

২০১৩ ডিসেম্বর ১১ ১৭:৩৫:২১
পাকিস্তানে টেলিভিশনে বিদেশি সিনেমা, সিরিয়াল নিষিদ্ধ

দ্য রিপোর্ট ডেস্ক : টেলিভিশনে বিদেশি সিনেমা, সিরিয়াল ও বিভিন্ন শো প্রদর্শন নিষিদ্ধ করেছে পাকিস্তানের একটি আদালত। ভারতীয় চলচ্চিত্র ও সিরিয়ালসহ বিদেশি অনুষ্ঠানগুলোকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। খবর এনডিটিভির।

লাহোর হাই কোর্টের বিচারপতি খালিদ মাহমুদ খান মঙ্গলবার এ রায় দেন। তিনি এ বিষয়ে দেশটির কেন্দ্রীয় সরকার ও পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরিকে (পিইএমআরএ) ১২ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন পূর্ণাঙ্গ জবাব দাখিল করতে বলেছেন।

গত মাসে সাবেক চলচ্চিত্র নির্মাতা ও টেলিভিশন টক শো সঞ্চালক মুবাশির লোকমানের দায়ের করা এক পিটিশনের শুনানিতে আদালত এ রায় দেয়।

পিটিশনে নীতিমালা ভঙ্গ করে পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্র ও টিভি সিরিয়াল আমদানির অভিযোগ করেন লোকমান।

(দ্য রিপোর্ট/এসকে/নূরু/এমডি/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর