thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

২০১৩ ডিসেম্বর ১১ ১৭:৫৯:৫৪
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মহাখালী রেলগেটে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৪টায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম ফজলে রাব্বি সামী (২৩)। তার বাবার নাম আবদুস সাত্তার। তিনি বাংলালিংক গুলশান অফিসে কর্মরত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক দ্য রিপোর্টকে জানান, আহত সামীকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি কমলাপুর রেলওয়ে থানায় অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় সামী আহত হন। পরে পথচারী মমিনুর রহমান তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

(দ্য রিপোর্ট/এসআর/নূরু/এমএইচও/এমডি/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর