thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

জাবি ও চুয়েটের ভর্তি পরীক্ষা স্থগিত

২০১৩ ডিসেম্বর ১১ ১৮:১০:৪১
জাবি ও চুয়েটের ভর্তি পরীক্ষা স্থগিত

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিরোধী জোটের টানা অবরোধের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের (চুয়েট) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করেছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার বিকেলে জাবি’র রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক দ্য রিপোর্টকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।’

চুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষা স্থগিত করার বিষয়টি জানানো হয়। ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এইচ-১, ২ ৩’ (জীববিজ্ঞান) ও ‘জি’ (ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স) ইউনিটের ভর্তি পরীক্ষা আবার স্থগিত করা হয়েছে। এক দফা পেছানোর পর ১৩ ডিসেম্বর এই দুই ইউনিটে ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে বলে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

(দ্য রিপোর্ট/এসআর/নূরু/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর