thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

বগুড়ায় দ্বিতীয় বৃহত্তম বিশ্ব ইজতেমা

২০১৩ ডিসেম্বর ১১ ১৯:২২:৪৭
বগুড়ায় দ্বিতীয় বৃহত্তম বিশ্ব ইজতেমা

বগুড়া সংবাদদাতা : বগুড়ার ধুনটে দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ব ইজতেমা শুক্রবার শুরু হবে। ঢাকার কাকরাইল মসজিদের ব্যবস্থাপনায় প্রতি বছর এ ইজতেমা অনুষ্ঠিত হয়।

প্রতি বছরের মতো এবারো তিনদিনব্যাপী ৩৬তম এ ইজতেমা অনুষ্ঠিত হবে উপজেলার সরুগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে। ইতোমধ্যে ইজতেমার সব আয়োজন সম্পন্ন হয়েছে।

দেশের দ্বিতীয় বৃহত্তম এ বিশ্ব ইজতেমায় দেশের প্রায় প্রতিটি জেলা ও উপজেলাসহ বিশ্বের প্রায় ৮/১০টি দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

ইজতেমায় আল্লাহের ইবাদত-বন্দেগী ও নবী-রাসূলের তরিকাসহ ধর্মীয় বিষয় নিয়ে দেশ-বিদেশের ওলামায়ে কেরামরা কোরআন ও হাদিসের আলোকে বয়ান করবেন। কিন্তু এ বছর হরতাল-অবরোধের কারণে মুসল্লিদের উপস্থিতি কম হওয়ার আশঙ্কা করছে আয়োজন কমিটি।

মুসলিম উম্মাহ, দেশ ও জাতির শান্তি উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।

(দ্য রিপোর্ট/এএইচ/নূরু/এমএইচও/এনডিএস/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর