thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

ম্যাচে সাকিব নেই

২০১৩ ডিসেম্বর ১১ ১৯:৩৯:০৭
ম্যাচে সাকিব নেই

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় দল ও ‘এ’ দলের মধ্যকার ৩ ম্যাচের টোয়েন্টি২০ সিরিজ শুরু হয়েছে। সিরিজে আগেই ছিলেন না তামিম ইকবাল। পুরোপুরি ফিট না থাকায় তাকে রাখা হয়নি। বুধবার প্রথম ম্যাচে দেখা গেছে সাকিবও নেই। জাতীয় দলে থাকার পরও খেলেননি সাকিব।

কেন? এ ব্যাপারে নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশার জানিয়েছেন, ‘সাকিবের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান ১৫ ডিসেম্বর। এ নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে তাকে। তাই খেলছে না। ছুটি নিয়েছে।’

সাকিব ১২.১২.১২-এ ঐতিহাসিক দিনে যুক্তরাষ্ট্রপ্রবাসী উম্মে আহমেদ শিশিরকে বিয়ে করেছেন। একবছর দেশে-বিদেশে খেলার জন্য ব্যস্ত থাকায় বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করতে পারেননি। অবশেষে একবছর পর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৫ ডিসেম্বর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করবেন। সেখানে থাকার আমন্ত্রণ এরই মধ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান পেয়েছেন। এখন চলছে শেষমুহূর্তে ঘনিষ্ঠজনদের দাওয়াত দেওয়া এবং শপিং।

(দ্য রিপোর্ট/এমএ/নূরু/এএস/সিজি/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর