thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

‘এ’ দল ১২ রানে জয়ী

২০১৩ ডিসেম্বর ১১ ২০:০৬:২৪
‘এ’ দল ১২ রানে জয়ী

দ্য রিপোর্ট প্রতিবেদক : মুশফিকুর রহিমের জাতীয় দলকে ১২ রানে হারিয়েছে নাসির হোসেনের ‘এ’ দল। ৩ ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে ‘এ’ দল প্রথম ব্যাটিং করে ১৭১ রান তুলেছে। জবাবে ১৫৯ রানে থেমে গেছে জাতীয় দলের ইনিংস। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ‘এ’ দল।

বিকেল ৫টায় মিরপুর শেরেবাংলায় অনুষ্ঠিত এ ম্যাচে টস জিতেছে ‘এ’ দল। ২০ ওভার শেষে তারা তুলেছে ৯ উইকেটে ১৭১ রান। ১৭২ রানের টার্গেটে খেলতে নেমে দারুণ সূচনা করেছে জাতীয় দল। প্রথম উইকেট জুটিতে (এনামুল-শামসুর) ও দ্বিতীয় উইকেট জুটিতে (শামসুর-মুশফিক) ৫৫ রান তুলেছে জাতীয় দল। ওই রানে এনামুল (৩০) আউট হওয়ার পর ১১০ রানে মুশফিক (৩৩) আউট হতেই যেন খেই হারিয়ে ফেলেছে জাতীয় দল। এরপর কোনো ব্যাটসম্যান দাঁড়াতে পারেননি।

১১২ রানে শামসুর (৪৮) যখন আউট হয়েছেন; তখন জাতীয় দলের জিততে ৩৫ বলে ৬০ রানের প্রয়োজন ছিল। ১২৯ রানে মাহমুদউল্লাহ (১০) আউট হয়ে গেলে জাতীয় দলের জয়ের আশাও শেষ হয়ে যায়। শেষ দুই ওভারে ১২ বলে ৩৭ রানের প্রয়োজন থাকে। সেই সময়ই নিশ্চিত হয়ে গেছে ‘এ’ দলের জয়। নাঈম ইসলাম (২১*) ও জিয়াউর রহমান (১৬*) উইকেটে থাকলেও ৬ বলে ২৩ রান নেওয়া সম্ভব হয়নি।

পুরোপুরি ফিট না থাকায় তামিম ইকবালকে আগেই রাখা হয়নি দলে। সাকিবও নেই। শুরুতে জাতীয় দলের মতো খেলতে না পারলেও শেষপর্যন্ত ইমরুলের ৪৫, মমিনুলের ৩১, ফরহাদের ২৪ রানে ‘এ’ দল জয়ের মতো মজবুত ভীতই গড়েছে। ৩৫ রানেই জহুরুলকে (১০) হারায় ‘এ’ দল। ৩৯ রানে মার্শালের (১) উইকেটটিও হারিয়ে খাদের কিনারায় পড়ে গেলেও ‘এ’ দল। এরপর ইমরুল কায়েস (৪৫), মমিনুল হক (৩১) ও ফরহাদ রেজার (২৪) দলের হাল ধরেছেন। দুর্দান্ত ব্যাটিং দলকে ভালো স্কোরের পথেই নিয়ে যায়। রাজ্জাক একাই নেন ৪ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

‘এ’ দল : ১৭১/৯; ২০ ওভার (ইমরুল ৪৫, জহুরুল ১০, মার্শাল ১, মমিনুল ৩১, নাসির ১৭, সাব্বির ৬, ফরহাদ ২৪, বাবু ১৬, মুক্তার ৪, ইলিয়াস ৫*, আরাফাত ১*; রাজ্জাক ৪/৩৬, মাশরাফি ২/৩৪)।

জাতীয় দল : ১৫৯/৫; ২০ ওভার (এনামুল ৩০, শামসুর ৪৮, মুশফিক ৩৩, নাঈম ২১*, মাহমুদউল্লাহ ১০, সৌম্য ০, জিয়াউর ১৬*; ইলিয়াস ২/৩০)

ফল : ‘এ’ দল ১২ রানে জয়ী

(দ্য রিপোর্ট/এমএ/নূরু/এএস/সিজি/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর