thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

টাইমের পারসন অব দ্য ইয়ার পোপ ফ্রান্সিস

২০১৩ ডিসেম্বর ১১ ২০:৪৯:৪৫
টাইমের পারসন অব দ্য ইয়ার পোপ ফ্রান্সিস

দ্য রিপোর্ট ডেস্ক : এ বছর টাইম ম্যাগাজিনের পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন ভ্যাটিকানের পোপ ফ্রান্সিস। সাবেক ইউএস গোয়েন্দা এডওয়ার্ড স্নোডেনকে পেছনে ফেলে তিনি এ খেতাবের জন্য নির্বাচিত হন। খবর বিবিসির।

টাইমের ম্যানেজিং এডিটর ন্যান্সি গিবস জানান, মাত্র নয় মাস অফিস করেই পোপ ফ্রান্সিস পোপত্বকে প্রাসাদের বাইরে একেবারে রাজপথে নিয়ে এসেছেন।

তিনি বলেন, ‘তার মতো একজন নতুন লোকের পক্ষে এত দ্রুত যুবক, বৃদ্ধ থেকে বিশ্বাসী ও নৈরাশ্যবাদী সকল ধরনের লোকের দৃষ্টি আকর্ষণের ঘটনা সত্যিই বিরল।’

ভ্যাটিকানের পোপ নির্বাচিত হওয়ার আগে এ আর্জেন্টাইন বুয়েন্স আয়ার্সের জর্জ মারিও বের্জজলিও কার্ডিনাল আর্চবিশপের পাদ্রী ছিলেন। তিনি দ্বাদশ শতাব্দির এক ইতালিয়ান ধর্মজাজকের নাম অনুসারে নিজের নাম রাখেন।

এ নিয়ে তৃতীয়বারের মতো কোনো পোপ টাইমের পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হলেন। এর আগে ১৯৬২ সালে জন ত্রয়োদশ ও ১৯৯৪ সালে জন পল এ খেতাবে ভূষিত হন।

খেতাব অর্জনের পথে পোপ ফ্রান্সিস স্নোডেন ছাড়াও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকেও পেছনে ফেলেন।

(দ্য রিপোর্ট/এসকে/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর