thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ মে 24, ১ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৭ জিলকদ  1445

‘চূড়ান্ত লড়াইয়ের সময় এসেছে’

২০১৩ ডিসেম্বর ১১ ২১:১৫:৫২
‘চূড়ান্ত লড়াইয়ের সময় এসেছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘এখন আমাদের চূড়ান্ত লড়াইয়ের সময় এসেছে’ বলে ঘোষণা দিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

গণজাগরণ কর্মীদের উদ্দেশ্য করে বুধবার সন্ধ্যায় শাহবাগে অবস্থান কর্মসূচিতে তিনি এ ঘোষণা দেন।

ইমরান বলেন, ‘যারা আমাদের সঙ্গে এতদিন কর্মসূচি পালন করেছেন। তাদের আমরা আহ্বান জানাই আপনার ঘর থেকে রাজপথে নেমে আসুন। এখন আমাদের চূড়ান্ত লড়াইয়ের সময় এসেছে। রাজপথে এ স্বাধীনতা বিরোধীদের মোকাবিলা করতে হবে।’

জামায়াত নেতা কাদের মোল্লার রায় কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথে অব্যাহতভাবে অবস্থান করবে বলে ঘোষণা দেন তিনি।

ইমরান বলেন, ‘এ রায় কার্যকর করা নিয়ে নানাভাবে দীর্ঘসূত্রিতা করা হচ্ছে। এটা নিয়ে কাদের মোল্লার সহযোগীরা যে টালবাহানা করছে এটি আর সহ্য করা হবে না। গণজাগরণ মঞ্চের কর্মী ও দেশের ১৬ কোটি মানুষ রাজপথে এর সমাধান করবে।’

এ সময় তিনি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টায় কাদের মোল্লার ফাঁসির দাবিতে মশাল মিছিলের ঘোষণা দেন।

তিনি বলেন, ‘এ কর্মসূচি সারাদেশের জেলা-উপজেলায় গণজাগরণ মঞ্চে পালন করা হবে।’

এদিকে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রিভিউ আপিলে যদি কাদের মোল্লার ফাঁসির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া না হয় তবে এর চেয়ে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে সন্ধ্যায় শাহবাগ মোড় থেকে একটি লাঠি মিছিল কারওয়ান বাজার ঘুরে আবার শাহবাগে এসে শেষ হয়।

(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/এনডিএস/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর