thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ভিড় বাড়ছে গণজাগরণ মঞ্চে

২০১৩ ডিসেম্বর ১১ ২১:১৯:৫৩
ভিড় বাড়ছে গণজাগরণ মঞ্চে

দ্য রিপোর্ট প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের দাবিতে রাজধানীর শাহবাগের মোড়ে আন্দোলনরত গণজাগরণ মঞ্চে ভিড় বাড়ছে। যতক্ষণ না ফাঁসির রায় কার্যকর করা হবে, ততক্ষণ পর্যন্ত শাহবাগ ছাড়বে না বলে জানিয়েছে গণজাগরণ মঞ্চের কর্মীরা।

শাহবাগের মোড়ে মঙ্গলবার থেকেই অবস্থান নেয় তারা। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শাহবাগে কর্মীদের খুব একটা দেখা না গেলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিশেষ করে বিকেলের পর থেকে শাহবাগ মোড়ে ভিড় বাড়তে দেখা যায়। এর আগে গণজাগরণ কর্মীদের থেকে উৎসুক জনগণের আনাগোনা বেশি ছিল।

গণজাগরণ মঞ্চের কর্মীরা রাস্তার মাঝখানে বসে স্লোগান দিয়ে শাহবাগ মোড় উজ্জীবিত করে রেখেছে। ফলে শাহবাগ মোড় থেকে বারডেম হাসপাতালের রাস্তা ছাড়া অন্যান্য দিকের রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে।

(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/এনডিএস/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর