thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ভারতে ১১.১২.১৩ উৎসব

২০১৩ ডিসেম্বর ১১ ২১:২৭:৫৩
ভারতে ১১.১২.১৩ উৎসব

কলকাতা প্রতিনিধি : শতাব্দির শেষ বিশেষ দিনটিকে (১১.১২.১৩) স্মরণীয় করে রাখতে উৎসবের আমেজ বিরাজ করছে ভারত জুড়ে। ক্যালেন্ডারের পাতার এ অভিনব দিনটিকে স্মরণীয় করে রাখতে নানা আয়োজনের হিড়িক পড়ে বুধবার সকাল থেকেই। বিয়ে করা,সন্তান জন্মদান,অন্নপ্রাশন থেকে শুরু করে প্রথম প্রেম ও প্রথম চুম্বন করছেন অনেকে।

বর্ধমান জেলার অরুনিমা বিশ্বাস বলেন, ‘নির্ধারিত সময়ের ১৯ দিন আগে সন্তান জন্ম দিতে আড়াই মাস আগেই ঠিক করে রেখেছিলাম। ডাক্তার প্রথমে নিষেধ করেছিলেন। কিন্তু আমি যখন তাকে বলি, আমার ইচ্ছা আমার সন্তান ১১.১২.১৩ তারিখে জন্ম নিক। ডাক্তার তখন হেসে বলেন ঠিক আছে।’

হাওড়ার ইভা দাম ছেলে বন্ধুকে মিথ্যা ভয় দেখিয়ে কলকাতার কালিঘাট মন্দিরে নিয়ে বিয়ে করেন। ইভার স্বামী সুনন্দ বলেন, ‘শুভ দিনক্ষণ ছাড়া আমাদের পরিবার বিয়েতে রাজি হবে না। তাই ইভা একটা নাটক করে বিয়ে করে দিনটাকে স্মরণীয় করে রাখল।’

এ দিন ভারতের বিভিন্ন রাজ্যে গণবিয়ের আয়োজন করা হয়েছে। বিভিন্ন সংগঠন ও গণবিয়ের জন্য নিয়েছে বিশেষ উদ্যোগ।

এ ক্ষেত্রে শুভলগ্নের চিন্তা না করে এ তারিখটিকে শুভ মনে করে বিয়ে করছেন অনেকেই। এমনকি কলকাতাসহ অনেক রাজ্যের নার্সিং হোমগুলিতে বহু প্রসূতিরা সিজারের মাধমে এ দিনে সন্তান জন্ম দিয়েছেন।

কেউ কেউ তাদের প্রিয় মানুষকে এ দিনেই জানাচ্ছে ভালোবাসার প্রস্তাব।

শুভক্ষণের কথা নাভেবে শিশুদের অন্নপ্রাশনও দিয়ে দিচ্ছেন অনেক বাবা-মা। ১১.১২.১৩-এর মতো এমন ছন্দময় তারিখটি ইতিহাসে আর দ্বিতীয়বার আসবে না। তাই ছন্দময় সব কর্মকাণ্ডের মধ্য দিয়ে দিনটি স্মরণীয় করে রাখছে অনেক ভারতীয়।

(দ্য রিপোর্ট/এসসি/এসকে/এনডিএস/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর