thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

শান্তিপূর্ণ সংলাপে সহযোগিতা দিতে চায় চীন

২০১৩ ডিসেম্বর ১১ ২১:৪২:৪২
শান্তিপূর্ণ সংলাপে সহযোগিতা দিতে চায় চীন

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট সমাধানে শান্তিপূর্ণ সংলাপে সহযোগিতা করবে বলে জানিয়েছেন চীনের বিশেষ দূত লি ঝাওহোই।

বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে খালেদা জিয়ার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে তিনি এ সব কথা বলেন। বৈঠক বুধবার রাত ৮টা ৫ মিনিটে শুরু হয়ে শেষ হয় ৯টায়।

লি জাওহি বলেন, ‘বিরোধীদলীয় নেতার সঙ্গে আমরা ঘণ্টাব্যাপী আলোচনা করেছি। বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। চায়না চায় বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক। চলমান রাজনৈতিক সমসা সাশাধানে শান্তিপূর্ণ সংলাপে সহযোগিতা করবে চীন।’

বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বলেন, ‘চায়না প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া আর্থ সামাজিক বিষয়ে চায়নার ভূমিকা রয়েছে। বিএনপি বিশ্বাস করে এসব খাতে চায়নার ভূমিকা্ অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও বাড়বে।’

বৈঠকে চীনের চার সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চীনেরপররাষ্ট্র মন্ত্রাণালয়ের এশিয়া বিষয়ক মহাসচির লু ঝাওহোই এবংতার।তার সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি ঝুন।

বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন-দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সস্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।

(দ্য রিপোর্ট/এমএইচ/এনডিএস/ডিসেম্বর ১১,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর