thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ফলহীন আশার কথা শোনালেন তারানকো

২০১৩ ডিসেম্বর ১১ ২২:০৩:১৫
ফলহীন আশার কথা শোনালেন তারানকো

কূটনৈতিক প্রতিবেদক, দ্য রিপোর্ট : ‘জাতিসংঘের পক্ষ থেকে দু’টি বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছিলাম আমরা। দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে আলোচনা শুরুর জন্য সম্মত করা এবং সহিংসতা বন্ধ করা। আমাদের প্রত্যাশা অনুযায়ী অগ্রগতি হয়েছে বলে মনে করি। আলোচনার মাধ্যমে সামনের দিনে সমস্যা সমাধান হবে বলে আমি আশা করি।’

রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন এ সব কথা বলেন জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব এবং জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো।

তারানকো বলেন, ‘আলোচনার দুয়ার আগে বন্ধ ছিল, এখন সেটা খুলেছে। সমাধান রাজনৈতিক দলগুলোর মধ্য থেকেই আসবে। আমরা আশা করি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং সহিংসতামুক্ত একটি নিবার্চন অনুষ্ঠিত করতে সমর্থ হবে বাংলাদেশ।’

তিনি উল্লেখ করেন, ‘প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতাসহ দুই দলের সিনিয়র নেতাদের সঙ্গে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বৈঠক হয়েছে। তারাও সমস্যা সমধানে গুরুত্ব দিয়ে ভাবছেন।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারানকো কোনো বিষয়েই সরাসরি উত্তর দেননি। সব বিষয়েই নিজের আশাবাদ ব্যক্ত করেছেন। কায়েকটি প্রশ্নের উত্তরে তিনি একাধিকবার ‘আমি সব বিষয়ে খোলাসা করে সবকিছু বলতে পারছি না’এ কথাটি উল্লেখ করেন তিনি।

আপনার সফর ব্যর্থ হয়েছে নাকি ব্যর্থ হয়নি? এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর তারানকো দেননি। তিনি বলেন, ‘আমাদের উদ্যোগ সফল হয়েছে বলে মনে করি। দুই দল তাদের মধ্যে আলোচনা শুরু করেছে। আলোচনা ছাড়া কোনোভাবেই সমঝোতা সম্ভব নয়। এ আলোচনা এখনো অব্যাহত আছে। আশা হারাবার কিছু নেই।’

চলমান রাজনৈতিক অচলাবস্থাকে মানবিক, সামাজিক ও অর্থনৈতিক দিক দিয়ে বড় ধরনের সংকট উল্লেখ করে তিনি বলেন, ‘এ সংকট চলতে থাকলে বাংলাদেশের অর্জিত সামজিক, অর্থনৈতিক উন্নয়নের ধারা ব্যাহত হবে।’

বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা সম্পর্কে জাতিসংঘ মহাসচিব খুবই উদ্বিগ্ন উল্লেখ করে তারানকো বলেন, ‘চলমান সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মহিলা ও শিশুসহ সাধারণ মানুষ।’

তারানকো আশা প্রকাশ করেন, ‘এ রাজনৈতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাই সমস্যার সমাধান দিতে পারে।’

তিনি বলেন, ‘আমরা কয়েকটি ইস্যু নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করেছি। মৌলিক জায়গাতে প্রধান বড় দু’টি দল একমত হয়েছে। আশা করি, বাংলাদেশ গণতান্ত্রিক অগ্রযাত্রার মাধ্যমে তার অব্যাহত উন্নতি ধরে রাখবে।’

উল্লেখ্য, বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা দূর করার উদ্দেশে গত ৬ ডিসেম্বর পাচঁ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্বে বাংলাদেশ আসেন অস্কার ফার্নান্দেজ তারানকো। বুধবার রাতে তার বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/জেআইএল/বিকে/এনডিএস/ডিসেম্বর ১১,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর