thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

কক্সবাজারে ইজিবাইক উল্টে শিশু নিহত

২০১৩ ডিসেম্বর ১১ ২১:৫২:৩৭
কক্সবাজারে ইজিবাইক উল্টে শিশু নিহত

কক্সবাজার সংবাদদাতা : চকরিয়ায় ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে মোহাম্মদ সোহেল (১০) নামের এক শিশু নিহত হয়েছে। কাকারা ইউনিয়নের পুলের ছড়া সেতু এলাকায় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

সোহেল চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটের চা-বাগান এলাকার মোহাম্মদ ইলিয়াছের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণজিত কুমার বড়–য়া বলেন, ‘বুধবার সন্ধ্যায় সোহেল মায়ের সঙ্গে নানার বাড়ি যাওয়ার পথে পুলেরছড়া এলাকায় তাদের বহনকারী ইজিবাইকটি উল্টে খাদে পড়ে যায়। এতে সোহেল আহত হলে স্থানীয়রা তাকে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।’

(দ্য রিপোর্ট/এসএএম/আইজেকে/এএস/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর