thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সহিংসতা বন্ধ হলেই সমঝোতা

২০১৩ ডিসেম্বর ১১ ২৩:১৮:০৭
সহিংসতা বন্ধ হলেই সমঝোতা

রাজনৈতিক সঙ্কট সমাধানে সংলাপ অব্যাহত থাকবে, তবে সমঝোতার লক্ষ্যে প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ধ্বংসাত্মক কর্মসূচি প্রত্যাহার, লাগাতার সহিংসতা বন্ধ করে আলোচনার পরিবেশ সৃষ্টি করে নিতে হবে বলে জানিয়েছে আওয়ামী লীগ।

জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে বুধবারের বৈঠক শেষে দলের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেলে তিনি জানান, আমি সমাধান চাই। আলোচনারও বিপক্ষে নই। আলোচনায় বসার আগে বিএনপি জোটের সকল কর্মসূচি প্রত্যাহার করতে হবে।

জানা গেছে, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের শীর্ষ পর্যায়ের নেতাদের বলেছেন, আন্দোলন ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। কারণ তাদের আন্দোলন শান্তিপূর্ণ নয়, ধ্বংসাত্মক। ধ্বংসাত্মক এ আন্দোলন প্রত্যাহার করেই তাদের আলোচনায় বসতে হবে। আগামী শুক্রবার দুই দলের পরবর্তী সংলাপ অনুষ্ঠানের সম্ভাবনার কথা জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা।

আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সমঝোতার লক্ষ্যে আলোচনা চলবে। আলোচনার ব্যাপারে তারা ঐকমত্যে পৌঁছেছে। তার আগে প্রধান বিরোধী দল বিএনপিকে তাদের ধ্বংসাত্মক কর্মসূচি প্রত্যাহার করতে হবে। সংলাপ চলছে, চলবে। আরও আলোচনা হবে।

এদিকে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর মধ্যস্ততায় সোমবারের বৈঠকের পর আবারো মঙ্গলবার বৈঠক করেছে আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি। বুধবার রাজধানীর গুলশানে ইউএনডিপির একজন কর্মকর্তার কার্যালয়ে এই বৈঠকে বসেন প্রধান দুই দলের শীর্ষ নেতারা। দুপুর সোয়া ১২টায় শুরু হওয়া প্রায় আড়াই ঘণ্টার বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে গুলশানে (বাড়ি নং-১০, সড়ক নং-১১০) ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় পরিচালিত ‘অ্যাক্টিভেটিং ভিলেজ কোর্ট ইন বাংলাদেশ প্রজেক্ট’ কার্যালয়ে।

তারানকোর উপস্থিতিতে দুই দলের মুখোমুখি এই সংলাপে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমদ ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। মঙ্গলবার প্রথম দফা বৈঠকেও বিএনপির পক্ষ থেকেও চার নেতা অংশ নিয়েছিলেন। বৈঠক শেষে আওয়ামী লীগ প্রতিনিধি দলের সদস্যরা প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করে এ বিষয়ে বিস্তারিত অবহিত করেছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বিরোধী দলকে ইঙ্গিত করে সাংবাদিকদের বলেন, ‘সহিংসতা যদি বন্ধ করা হয় তবে যেকোনো ধরনের প্রস্তাব এবং যেকোনো বিষয়ে আলোচনা হতে পারে।’

বিরোধী দলের আটক নেতাদের মুক্তির বিষয়ে তিনি বলেন, ‘সহিংসতার অভিযোগেই তো তাদের আটক করা হয়েছে। যদি সহিংসতা বন্ধ করা হয়, সেক্ষেত্রে সরকার উদ্যোগ নেবে।’

ভোট গ্রহণের তারিখ পেছানোর বিষয়ে তিনি বলেন, এ সব বিষয়ে সরকারের পক্ষ থেকে জাতিসংঘসহ সব পক্ষকে বলা হয়েছে। যদি বিরোধী দল নির্বাচনে আসে তবে বিষয়টি বিবেচনা করা হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন দ্য রিপোর্টকে বলেন, রাজনৈতিক সঙ্কট নিরসনে আমরা আলোচনায় আগ্রহী। আলোচনা করতে হলে আলোচনার পরিবেশ সৃষ্টি করতে হবে। বিরোধী দল সহিংস কর্মসূচি দিয়ে মানুষ পুড়িয়ে মারবে, আবার আলোচনার কথা বলবে এভাবে তো হতে পারে না। তারা বলেছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অন্যকিছু তারা মানে না। আলোচনা করতে হলে পরিবেশ সৃষ্টি করতে হবে।

আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান দ্য রিপোর্টকে বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষ চায় বোমাবাজি থেকে রক্ষা পেতে। এটা কোনো রাজনীতি নয়। বিএনপি এই মুহূর্তে কোনো রাজনীতি করছে না, তারা রাজনীতিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এখন তারা যা করছে টোটালি টেরোরিজম। আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য। রাজনীতিতে সংঘাত হতে পারে সেটা নিয়ে আলোচনা হতে পারে। আমরা বারবার আলোচনা করতে চাচ্ছি। বিএনপি আন্দোলন করুক, কিন্তু সংঘাতের পথ পরিহার করে আন্দোলনে আসুক। সংঘাতের পথ ছেড়ে সংলাপে আসুক।

উল্লেখ্য, জাতিসংঘের মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিদায়ী সংবাদ সম্মেলনে বলেন, আমার সফরের দুটি বিষয় ছিলো, একটি সহিংসতা বন্ধ অন্যটি দুই প্রধান দলের মধ্যে সংলাপের সূত্রপাত করা। সহিংসতা বন্ধের বিষয়ে জোর দিয়ে তিনি বলেন, সহিংসতা বন্ধের বিষয়ে দুই দলই একমত পোষণ করেছেন।

(দ্য রিপোর্ট/এইউএ/এইচএসএম/শাহ/এআইএম/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর