thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

শ্রমশক্তির উন্নয়নে ১৭৫ কোটি টাকার অনুদান চুক্তি

২০১৩ অক্টোবর ২৪ ১৫:৫৮:০৮
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : আন্তর্জাতিক শ্রমবাজারে সক্ষমতা বাড়াতে ১৭৫ কোটি টাকা অনুদান দিচ্ছে দুটি দাতা দেশ। এ বিষয়ে সরকার ও আন্তর্জাতিক শ্রমসংস্থার (আইএলও) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রাজধানীর শেরেবাংলা নগরের এসইসি সম্মেলনে কক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন অর্থনৈতকি সম্পর্ক বিভাগের সচিব আবুল কালাম আজাদ ও আইএলওর কান্ট্রি ডিরেক্টর শ্রীনিবাস রেড্ডি।

কানাডিয়ান সিডা ও নরওয়ে সরকারের দেওয়া এ অর্থে দুটি প্রকল্প বাস্তবায়ন করা হবে।

আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের উপর জোর দেওয়া হয়। এ লক্ষ্যে বাংলাদেশ স্কিল ফর এমপাওয়ারমেন্ট অ্যান্ড প্রোডাকটিভিটি শীর্ষক প্রকল্পটি গ্রহণ করা হয়।

শিল্পখাতে কর্মরত শ্রমিক ও মালিকদের মধ্যে গঠনমূলক আলোচনার মাধ্যমে পরস্পরের অধিকার ও দায়িত্ব সম্পর্কে ধারণা এবং সে অনুযায়ী কাজ করতে অপর একটি প্রকল্প গ্রহণ করা হয়।

(দিরিপোর্ট২৪/জেজে/এএস/এমএআর/অক্টোবর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর