thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

মুন্সীগঞ্জে আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত ১৩

২০১৩ ডিসেম্বর ১২ ০১:৪২:২১
মুন্সীগঞ্জে আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত ১৩

মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে বুধবার সকাল থেকে রাত পর্যন্ত স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১৩ জন আহত হয়েছে। সংঘর্ষে উভয়পক্ষই গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকাল সাড়ে ৮টা থেকে মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া, চৈতারচর, নতুন আমঘাটা ও আমঘাটা গ্রামে মোল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরহাদ খান ও অপর আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারীর সমর্থিত কর্মীদের মধ্যে ওই সংঘর্ষ শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান, গ্রামগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএএস/এআইএম/ডিসেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর