thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

অপটিক্যাল ফাইবার কাটায় বিচ্ছিন্ন বাংলাদেশ-ভারত

২০১৩ ডিসেম্বর ১২ ০২:১৪:৪৯
অপটিক্যাল ফাইবার কাটায় বিচ্ছিন্ন বাংলাদেশ-ভারত

চুয়াডাঙ্গা সংবাদদাতা : মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের মেহেরপুর সদর উপজেলার রাজনগর দ্বিনদত্ত ব্রীজের কাছে অপটিক্যাল ফাইবার কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে বুধবার বেলা ১০টা ১১ মিনিট থেকে চুয়াডাঙ্গার সঙ্গে সারাদেশেসহ বাংলাদেশ-ভারত টেলিযোগাযোগ বিছিন্ন হয়ে গেছে।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা টিঅ্যান্ডটি এর উপ-বিভাগীয় প্রকৌশলী আবু তাহের।

তিনি জানান, অবরোধের সময় দুর্বৃত্তরা অপটিক্যাল ফাইবার কেটে দিয়েছে। অবরোধ চলা অবস্থায় এ ক্যাবল সংযোজন সম্ভব না।

ঢাকা থেকে কুষ্টিয়া হয়ে মেহেরপুর জেলার উপর দিয়ে চুয়াডাঙ্গা টিঅ্যান্ডটিতে (বিটিসিএল) অপটিক্যাল ফাইবার লাইন রয়েছে। এ লাইন চুয়াডাঙ্গার দর্শনা হয়ে ভারতের কোলকাতার সঙ্গে সংযুক্ত হয়েছে । এর ফলে চুয়াডাঙ্গার সঙ্গে সারাদেশের টেলিযোগাযোগ বন্ধ হওয়ায় ভারতের সঙ্গেও বাংলাদেশের টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

(দ্য রিপোর্ট/আরআর/এআইএম/ডিসেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর