thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

আওয়ামী লীগের শরিকদের আসন বণ্টন

জাতীয় পার্টি ৬১, জাসদ ৪ ও ওয়ার্কার্স পার্টি ৪

২০১৩ ডিসেম্বর ১২ ০৩:০৯:১১
জাতীয় পার্টি ৬১, জাসদ ৪ ও ওয়ার্কার্স পার্টি ৪

ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে শরিক দলগুলোর আসন বণ্টন চূড়ান্ত হয়েছে। বুধবার রাতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারী বাসভবন গণভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। বৈঠকে উপস্থিত একাধিক নেতা দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আসন বণ্টনের ক্ষেত্রে মহাজোটের অন্যতম বৃহত্তর শরিক দল জাতীয় পার্টি ৬১, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ৪, ওয়ার্কার্স পার্টি ৪, বাংলাদেশ তরিকত ফেডারেশন ২ ও জাতীয় পার্টি জেপিকে ২টি আসন ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৪টি আসন হচ্ছে- কুষ্টিয়া-২ হাসানুল হক ইনু, চট্টগ্রাম-৮মাঈনুদ্দিন খান বাদল, ফেনী-১ শিরীন আখতার, ব্রাম্মণবাড়িয়া-৫ অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ।

ওয়ার্কার্স পার্টির ৪টি আসনের মধ্যে ৩টি আসনের বিষয়ে জানা গেছে। এগুলো হলো- রাশেদ খান মেনন (ঢাকা-৮), বিমল বিশ্বাস (নড়াইল-১), ফজলে হোসেন বাদশা (রাজশাহী-২)।

তরিকত ফেডারেশনের পক্ষ থেকে চাওয়া ১০টি আসনের মধ্যে দুটি আসন হলো- চট্টগ্রাম-২ আসনে দলটির চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী ও লক্ষীপুর-১ এম এ আউয়াল।

জাতীয় পার্টি জেপির পাওয়া দুটি আসনের মধ্যে একটি হলো আনোয়ার হোসেন মঞ্জুর পিরোজপুর-২। অন্য আসনটি সম্পর্কে এখনও জানা যায়নি।

গণভবন সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভীসহ শীর্ষনেতাদের নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী।

এরপর রাত ৮টার দিকে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, কার্যকরী সভাপতি মাঈনুদ্দিন খান বাদল, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নূর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ উপস্থিত হন।

এর ১০ মিনিট পরই নির্বাচনকালীন সরকারের মন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদ বাবলু সেখানে উপস্থিত হন। তবে রাশেদ খান মেনন বৈঠক চলাকালেই গণভবন ত্যাগ করেন বলে জানা যায়।

জাতীয় পার্টির ৬১টি আসনের মধ্যে রয়েছে- ঠাকুরগাঁও-৩ হাফিজ উদ্দিন আহমেদ, নীলফামারী-৩ কাজী ফারুক কাদের, নীলফামারী-৪ আলহাজ শওকত চৌধুরী, লালমনিরহাট-৩ গোলাম মোহাম্মদ কাদের, রংপুর-১ মশিউর রহমান রাঙ্গা, রংপুর-২ মো. আসাদুজ্জামান চৌধুরী, রংপুর-৩ হুসেইন মুহম্মদ এরশাদ, কুড়িগ্রাম-১ একেএম মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম-২ মো. তাজুল ইসলাম চৌধুরী, কুড়িগ্রাম-৩ একেএম মাইদুল ইসলাম, গাইবান্ধা-২ আব্দুর রশিদ সরকার, গাইবান্ধা-৩ ব্যারিস্টার দিলারা খন্দকার, জয়পুরহাট-১ আসম মোক্তাদির তিতাস মোস্তফা, বগুড়া-২ শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৩ অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার, বগুড়া-৪ মো. নূরুল আমিন বাচ্চু, বগুড়া-৬ মোঃ নূরুল ইসলাম ওমর, খুলনা-১ সুনীল শুভ রায়, সাতক্ষীরা-২ এমএ জব্বার, সাতক্ষীরা-৪ আব্দুস সাত্তার মোড়ল, বরিশাল-৩ গোলাম কিবরিয়া টিপু, বরিশাল-৪ নাসির উদ্দিন সাথী, টাঙ্গাইল-৫ মো. আব্দুস সালাম চাকলাদার, জামালপুর-৪ ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ, ময়মনসিংহ-৪ বেগম রওশন এরশাদ, ময়মনসিংহ-৫ সালাউদ্দিন আহমেদ মুক্তি, ময়মনসিংহ-৭ এমএ হান্নান, ময়মনসিংহ-৮ ফখরুল ইমাম, কিশোরগঞ্জ-৩ মো. মজিবুল হক চুন্নু, ঢাকা-১ এ্যাডভোকেট সালমা ইসলাম, ঢাকা-৪ সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা-৬ কাজী ফিরোজ রশীদ, নারায়নগঞ্জ-৩ লিয়াকত হোসেন খোকা, নারায়নগঞ্জ-৫ নাসিম ওসমান, সুনামগঞ্জ-৪ পীর ফজলুর রহমান অ্যাডভোকেট, সিলেট-২ মো. ইয়াহইয়া চৌধুরী, সিলেট-৫ সাব্বির আহমেদ, মৌলভীবাজার-২ নবাব আব্বাস আলী খান, হবিগঞ্জ-১ মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী (বাবু), ব্রাহ্মণবাড়িয়া-২ অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, ব্রাহ্মণবাড়িয়া-৩ অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া এবং ফেনী-৩ রিন্টু আনোয়ার।

গণভবন সূত্রে জানা যায়, জাতীয় পার্টি এবং জেপি (মঞ্জু) ছাড়া মহাজোটের অন্য শরিকরা নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন। তবে নবম জাতীয় সংসদ নির্বাচনের মতো এবারের নির্বাচনেও উন্মুক্ত থাকছে কিছু আসন।

(দ্য রিপোর্ট/এইউএ/শাহ/এআইএম/ডিসেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর