thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

জয়ে শুরু পাকিস্তানের

২০১৩ ডিসেম্বর ১২ ০৩:২৪:৪৮
জয়ে শুরু পাকিস্তানের

দ্য রিপোর্ট ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টোয়েন্টি২০তে জয় পেয়েছে পাকিস্তান। সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির হার না মানা ৩৯ রানে ভর করে মোহাম্মদ হাফিজের দল ৩ উইকেটে হারিয়েছে লঙ্কাকে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের বোলিং তোপে পড়ে শ্রীলঙ্কা। দলীয় ৪১ রানের মধ্যেই ২ উইকেট হারিয়েছে তারা। সাজঘরে ফেরেন তিলকারত্নে দিলশান (৭) ও কুশল পেরেরা (১৫)।

উদ্বোধনী জুটি গুঁড়িয়ে দেওয়ার পর দিনেশ চান্দিমালকে (২২) আফ্রিদি ও কুমার সাঙ্গাকারাকে (২১) আউট করেছেন সাঈদ আজমল। তবে লড়াইয়ের পুঁজি পেতে সমস্যা হয়নি শ্রীলঙ্কার। অ্যাঞ্জেলো ম্যাথুসের ৫০ ও লাহিরু থিরিমান্নের অপরাজিত ২৩ রান করেছেন। তাদের সময়োপযোগী ব্যাটিংয়ে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রান করেছে শ্রীলঙ্কা। ২টি করে উইকেট নিয়েছেন সাঈদ আজমল ও সোহাইল তানভীর।

জবাবে ৭ উইকেট হারিয়েই লক্ষ্য টপকে গেছে পাকিস্তান। হার না মানা ৩৯ রান করেছেন আফ্রিদি। এর মধ্যে ২টি চার ও ৩টি ছয়ের মার ছিল। এছাড়া শারজিল খান ৩৪ ও অধিনায়ক মোহাম্মদ হাফিজ ৩২ রান করেছেন।

দলকে জেতাতে না পারলেও ৩টি উইকেট নিয়েছেন লাসিথ মালিঙ্গা।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ১৪৫/৫; ২০ ওভারে (ম্যাথুস ৫০, থিরিমান্নে ২৩*, চান্দিমাল ২২, সাঙ্গাকারা ২১; তানভির ৩৪/২, আজমল ২/৩৫)

পাকিস্তান: ১৪৬/৭; ১৯.১ ওভারে (আফ্রিদি ৩৯*, শারজিল ৩৪, হাফিজ ৩২; মালিঙ্গা ৩/২৬)

ফল: পাকিস্তান ৩ উইকেটে জয়ী

(দ্য রিপোর্ট/সিজি/এআইএম/ডিসেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর