thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

নারায়ণগঞ্জে রেললাইন অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া

২০১৩ ডিসেম্বর ১২ ০৯:১১:২১
নারায়ণগঞ্জে রেললাইন অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া

নারায়ণগঞ্জ সংবাদদাতা : ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের উকিলপাড়া এলাকায় স্বেচ্ছাসেবক দল আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এ সময় পুলিশ এলে অবরোধকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। অবরোধকারীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ রাবার বুলেট ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে দুজন আহত হন। বৃহস্পতিবার সকাল ৭টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার পাঁচরুখি ও ঢাকা-নরসিংদী সড়কের প্রভাকরদি এলাকায় সকালে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে বিএনপিকর্মীরা। এ সময় পুলিশ এলে তারা পালিয়ে যায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের জানান, নাশকতার অভিযোগে বিভিন্ন স্থান থেকে ৩ বিএনপিকর্মীকে আটক করা হয়ছে।

(দ্য রিপোর্ট/এআর/এএস/ডিসেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর