thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সিলেটে পুলিশের মাথা থেঁতলে দিয়েছে শিবির

২০১৩ ডিসেম্বর ১২ ১০:৪৬:০৯
সিলেটে পুলিশের মাথা থেঁতলে দিয়েছে শিবির

সিলেট অফিস : অবরোধের ষষ্ঠ দিন বৃহস্পতিবার সকালে সিলেটে পুলিশের এএসআই কামালের মাথা ইট দিয়ে থেঁতলে দিয়েছে জামায়াত-শিবির।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আয়ূব দ্য রিপোর্টকে জানান, সকাল পৌনে ৮টার দিকে নগরীর ওসমানী মেডিকেল কলেজের কাজলশাহ এলাকায় জামায়াত-শিবির মিছিল করার চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে জামায়াত-শিবিরের ইট ও লাঠির আঘাতে পুলিশের এএসআই কামালের মাথা থেঁতলে যায়। বর্তমানে এএসআই কামাল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরো জানান, সংঘর্ষ চলাকালে চার সংবাদকর্মীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এ সময় মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ৩৫ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।

এদিকে বুধবার ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৮ দলীয় জোটের ১২৪ নেতাকর্মীর নামে চারটি মামলা করেছে পুলিশ।

(দ্য রিপোর্ট/এমজে/শাহ/এসবি/ডিসেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর