thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

নাটোরে ৩০ কিলোমিটার সড়ক অবরোধ

২০১৩ ডিসেম্বর ১২ ১০:৫৫:৫০
নাটোরে ৩০ কিলোমিটার সড়ক অবরোধ

নাটোর সংবাদদাতা : ১৮ দলের ডাকা অবরোধের ষষ্ঠ দিন বৃহস্পতিবার সকালে নাটোর-ঢাকা ও নাটোর-পাবনা মহাসড়কের প্রায় ৩০ কিলোমিটার সড়কে গাছ কেটে ও ইট ফেলে রেখে অবরোধ সৃষ্টি করে অবরোধকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে ১৮ দলের নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। অবরোধ চলাকালে কোনো প্রকার যান চলাচল করেনি। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি টহল জোরদার করা হয়েছে।

পুলিশ সুপার ড. নাহিদ হোসেন জানিয়েছেন, সড়ক ও জনপথ বিভাগ, বনবিভাগ, জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, র‌্যাব, বিজিবির সমন্বয়ে মহাসড়ক থেকে অবরোধ সরিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এনএইচ/এফএস/শাহ/এএস/ডিসেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর