thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

বিচারপতি ফজলে কবীরের বাড়িতে ককটেল নিক্ষেপ

২০১৩ ডিসেম্বর ১২ ১১:২৭:২৩
বিচারপতি ফজলে কবীরের বাড়িতে ককটেল নিক্ষেপ

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের চাঁপাইনবাবগঞ্জের বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

চাঁপাইনবাবগঞ্জের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন দ্য রিপোর্টকে জানান, বুধবার রাত ১টার দিকে দুর্বৃত্তরা বিচারপতি এটিএম ফজলে কবীরের চাঁপাইনবাবগঞ্জের চামাগ্রামের বাড়িতে পর পর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

তিনি আরও জানান, ককটেল হামলার পর বিচারপতির বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে জানান ওসি।

বিচারপতির ভাই গোলাম কবীর দ্য রিপোর্টকে জানান, ওই দিন রাতে দুর্বৃত্তরা তার ভাইয়ের বাড়িতে ককটেল নিক্ষেপ করে। এতে বাড়ির দুটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ির ওই কক্ষটিতে নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত পুলিশ সদস্যরা থাকতেন।

(দ্য রিপোর্ট/এআর/শাহ/এসবি/ডিসেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর