thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

নিম্নমুখী সূচকে চলছে লেনদেন

২০১৩ ডিসেম্বর ১২ ১১:৩৪:০৫
নিম্নমুখী সূচকে চলছে লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক: দিনের শুরুতে উত্থান পতন লক্ষ্য করা গেলেও দুপুরের পর থেকে দেশের উভয় পুঁজিবাজার নিম্নমুখী প্রবণতায় রয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমানও তুলনামুলক কম।

দুপুর দেড়টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪২৯২ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমানে লেনদেন হয়েছে ৩৬৯ কোটি ১৬ লাখ ৮১ হাজার টাকা।

বুধবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৪৩৩৩ পয়েন্টে অবস্থান করে। এদিন ডিএসইতে লেনদেন হয় ৭১৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক দুপুর দেড়টা পর্যন্ত ৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৪১৯ পয়েন্টে। লেনদেন হওয়া ২০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৪৭ কোটি ৭৪ লাখ টাকা।

(দ্য রিপোর্ট/এইচকে/ডিসেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর