thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

মেহেরপুরে পুলিশ-বিজিবির ওপর বোমা

২০১৩ ডিসেম্বর ১২ ১২:০৩:২১
মেহেরপুরে পুলিশ-বিজিবির ওপর বোমা

মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুরে পুলিশ ও বিজিবিকে লক্ষ করে বোমা ছুড়েছে অবরোধকারীরা। এতে কেই হতাহত হয়নি।

ম্যাজিস্ট্রেট সাইদ মোনায়েম মজুমদার দ্য রিপোর্টকে জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে তার নেতৃত্বে পুলিশ ও বিজিবি সদস্যরা রাজনগর-বারাদি সড়কের দীনদত্ব ব্রীজ এলাকায় ফেলে রাখা গাছের গুঁড়ি সরিয়ে ফেলার কাজ করছিলেন। এ সময় অবরোধকারীরা তাদের লক্ষ করে পর পর দুটি বোমা ছুড়ে মারে।

তিনি জানান, নাশকতা ও জনদুর্ভোগ সৃষ্টির জন্য অবরোধকারীরা সড়কে গাছের গুঁড়ি ফেলে রাখছে। ওই সব গাছের গুঁড়ি সরিয়ে ফেলা হচ্ছে। বোমা বিস্ফোরিত হলেও কেউ হতাহত হয়নি বলে জানান সাইদ মোনায়েম।

(দ্য রিপোর্ট/শাহ/এমআর/ডিসেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর