thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

রাজধানীর ইব্রাহীমপুরে অস্ত্রসহ ৩ জন আটক

২০১৩ ডিসেম্বর ১২ ১২:৪০:০৭
রাজধানীর ইব্রাহীমপুরে অস্ত্রসহ ৩ জন আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কাফরুল থানার ইব্রাহীমপুর পুলপাড় এলাকার একটি বাড়িতে ডিবি পরিচয়ে ডাকাতি করার সময় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-৪ এর অপারেশন অফিসার সহকারি পুলিশ সুপার (এএসপি) কামরুল জানান, বৃহস্পতিবার সোয়া ১১টার দিকে ৭-৮ জন ডাকাত ডিবি পরিচয়ে পুলপাড়ের একটি বাড়িতে প্রবেশ করে। এর পর তারা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি শুরু করে।

তিনি জানান, বাড়ির লোকজনের চিৎকার শুনে আশপাশের মানুষ র‌্যাব অফিসে ফোন দেন। খবর পেয়ে র‌্যাবের একটি টহল দল সেখান থেকে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করে। এ সময় অন্যরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বলে জানান কামরুল।

তিনি আরো জানান, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাম পরিচয় জানা যায়নি।

(দ্য রিপোর্ট/এএইচএ/কেজেএন/এসবি/ডিসেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর