thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘স্ট্যান্ডার্ড গ্রুপের অগ্নিকাণ্ড পরিকল্পিত ষড়যন্ত্র’

২০১৩ ডিসেম্বর ১২ ১৩:০৪:৫৭
‘স্ট্যান্ডার্ড গ্রুপের অগ্নিকাণ্ড পরিকল্পিত ষড়যন্ত্র’

দ্য রিপোর্ট প্রতিবেদক : স্ট্যান্ডার্ড গ্রুপের অগ্নিকাণ্ড কোন দুর্ঘটনা নয়, পরিকল্পিত ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন নৌপরিবহন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী শাজাহান খান।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ৫২টি গার্মেন্টস শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

শাজাহান খান বলেন, গত ২৮ নভেম্বর ভয়াবহ অগ্নিকাণ্ডে গাজীপুরের কোনাবাড়ীর স্ট্যান্ডার্ড গ্রুপের দশতলা ভবন পুড়ে যায়। কিন্তু এ অগ্নিকাণ্ডের ঘটনা কোন দুর্ঘটনা নয়। গার্মেন্টস শিল্প ধ্বংস করার জন্যই দুর্বৃত্তরা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানান নৌমন্ত্রী।

চলমান হিংসাত্মক ও ধ্বংসাত্মক রাজনীতির নামে হত্যা, খুন, নৈরাজ্য বন্ধের আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, চলমান ধ্বংসাত্মক রাজনীতির কারণে গার্মেন্টস শিল্পে ধস নামছে। এই পরিস্থিতিতে স্ট্যান্ডার্ড গার্মেন্টেসে অগ্নিকাণ্ডের ঘটনা চলমান সঙ্কটকে আরো দুর্বিসহ করছে।

এ সময় ৭ ডিসেম্বর বিজিএমইএর কর্মসূচিতে কতিপয় মালিকদের উস্কানিমূলক বক্তব্যের সমালোচনা করেন তিনি।

জিএসপি সুবিধা পুনর্বহাল করার আহ্বান জানিয়ে নৌপরিবহনমন্ত্রী বলেন, বিভিন্ন অজুহাত তুলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে জিএসপি সুবিধা বন্ধ করেছে। জিএসপি সুবিধা বন্ধের কারণে বিশ্বে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই এই স্থগিতাদেশ দ্রুত প্রত্যাহার করতে হবে।

এ সময় আগামী ২৪ ডিসেম্বর দুপুর ২টায় মতিঝিল শাপলা চত্বরে গার্মেন্টস শ্রমিকদের মহাসমাবেশ সফল করার জন্য প্রশাসন ও সব গার্মেন্টস শ্রমিকদের প্রতি আহ্বানও জানান তিনি।

সংবাদ সম্মেলনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক ওয়াসিম, বস্ত্র গার্মেন্টস শ্রমিক লীগের সভাপতি অ্যাডভোকেট এম কামরুল আনাম, স্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি শামীমা নাছরিন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী পরিষদের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

(দ্যরিপোর্ট/এসআর/শাহ/জেএম/ডিসেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর