thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সাতক্ষীরার পুলিশ সুপারকে প্রত্যাহার

২০১৩ ডিসেম্বর ১২ ১৩:৪২:৪৫
সাতক্ষীরার পুলিশ সুপারকে প্রত্যাহার

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় অব্যাহতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সাতক্ষীরার পুলিশ সুপার মোল্যা জাহাঙ্গীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তিনি সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরীর কাছে দায়িত্ব বুঝে দিয়েছেন।

খুলনা রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান জানান, বুধবার বিকেলে সাতক্ষীরা পুলিশ সুপার মোল্যা জাহাঙ্গীর হোসেনের প্রত্যাহার আদেশ পুলিশ হেডকোয়ার্টার থেকে ফ্যাক্স বার্তায় পাঠানো হয়। তাকে পুলিশ হেডকোয়ার্টারে ক্লোজ করে নেওয়া হয়েছে।

আদেশে বৃহস্পতিবারের মধ্যে তাকে পুলিশ হেডকোয়ার্টারে রিপোর্ট করতে বলা হয়েছে। সাতক্ষীরার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে তিনি জানান। তবে তার স্থলে এখনো কাউকে নিয়োগ দেয়া হয়নি।

(দ্য রিপোর্ট/এমআর/শাহ/এএস/ডিসেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর