thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

আত্মবিশ্বাসী ধোনি

২০১৩ ডিসেম্বর ১২ ১৪:০৯:৩০
আত্মবিশ্বাসী ধোনি

দ্য রিপোর্ট ডেস্ক : নিজেদের মাটিতে অপ্রতিরোধ্য ভারত দক্ষিণ আফ্রিকায় এসে ওয়ানডে সিরিজে একরকম অসহায় আত্মসমর্পণ করেছে। ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে ধোনির দল। ওয়ানডেতে হারলেও টেস্ট সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন ভারতের অধিনায়ক।

১৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে টেস্ট সিরিজ। ওয়ানডের অভিজ্ঞতা টেস্টে কাজে লাগবে বলে জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

টেস্ট সিরিজের আগে ওয়ানডে সিরিজ খেলা হওয়ায় তার দলের জন্য ভালো হয়েছে বলেও তিনি জানিয়েছেন। বৃষ্টিতে ভেসে যাওয়া তৃতীয় ওয়ানডের পর এ কথা বলেছেন ধোনি।

এই ওয়ানডেতে ৩০১ রানের বিশাল স্কোর করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে এই স্কোর টপকানো তার দলের পক্ষে সম্ভব ছিল বলে জানিয়েছেন ধোনি। এই উইকেট ব্যাটিংয়ের জন্য উপযোগী এবং তার ব্যাটসম্যানরা নতুন বলে প্রতিপক্ষের বোলারদের মোকাবেলায় প্রস্তুত ছিল বলেও তিনি জানিয়েছেন।

এই ম্যাচে ফর্মে ফিরে এসেছে ইশান্ত শার্মা। এই ম্যাচে ৪০ রানে ৪ উইকেট শিকার করেছেন তিনি। ইশান্ত সম্পর্কে ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘সে জায়গা মতো বল করলে উইকেট পায়। ফর্ম হারানোর পর থেকে সে বোলিং কোচের কাছে গিয়ে তার বোলিং উন্নতির জন্য প্রচুর পরিশ্রম করেছে। তাছাড়াও ঘরোয়া লিগে বেশ কিছু ম্যাচ খেলেছে সে। আজ সে খুব ভালো বল করেছে।’

দক্ষিণ আফ্রিকা দল নিয়ে কথা বলতে গিয়ে ধোনি বলেছেন, ‘তাদের প্রধান শক্তি হলো তাদের দলে বেশ কিছু ভালো অলরাউন্ডার আছে। যেমন জ্যাক ক্যালিস। সে একই সঙ্গে বোলিং ও ব্যাটিংয়ে পারদর্শী। তাছাড়াও তাদের দলে ৫ জন বোলিং অলরাউন্ডার আছে। যারা দলের প্রয়োজনে যেকোন মূহূর্তে জ্বলে উঠতে পারে।’

ওয়ানডের অভিজ্ঞতা কাজে লাগিয়ে টেস্টে তার দলের খেলোয়াড়রা ভালো খেলবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের অধিনায়ক।

(দ্য রিপোর্ট/এমআই/শাহ/জেএম/ডিসেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর