thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

হাতবোমাসহ বাড্ডা যুবদলের সাহিত্য সম্পাদক গ্রেফতার

২০১৩ ডিসেম্বর ১২ ১৪:২৯:২৫

দ্য রিপোর্ট প্রতিবেদক : অবরোধ চলাকালে সাতটি হাতবোমাসহ বাড্ডা থা্নার জাতীয়তাবাদী যুবদলের সাহিত্য সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রাজধানীর বাড্ডার প্রধান সড়ক থেকে তাকে গ্রেফকার করা হয়।

বাড্ডা থানার ওসি ইকবাল হোসেন বলেন, বাড্ডা থানা যুবদলের সাহিত্য সম্পাদক মোহাম্মদ মোরশেদ হাতবোমা নিক্ষেপের জন্য রাস্তায় আসে। এ সময় পুলিশ তাকে আটক করে এবং সাতটি হাতবোমা উদ্ধার করে। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরো জানান, সকালে মেরাজ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। পেট্রোল দিয়ে অগ্নিসংযোগের সময় তাকে গ্রেফতার করা হয়। তাকে বিনাশ্রম ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এদিকে দুপুর দেড়টার দিকে সুত্রাপুর থানা পুলিশ ১০টি ককটেলসহ অরেক যুবককে আটক করেছে।

সুত্রাপুর থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারী বলেন, বিস্ফোরণকালে ১০টি ককটেলসহ এক যুবককে আটক করা হয়েছে। তার নাম ঠিকানা এখনো জানা হয়নি। তাকে থানাহাজতে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/কেজেএন/শাহ/ডব্লিউএস/ডিসেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর