thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

নাটোরে আওয়ামী লীগ অফিস ভাঙচুর

২০১৩ ডিসেম্বর ১২ ১৫:৩৬:২১
নাটোরে আওয়ামী লীগ অফিস ভাঙচুর

নাটোর সংবাদদাতা : নাটোরে শিবির নেতা শাকিল আহম্মেদকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগে আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে আসবাবপত্রে অগ্নিসংযোগ করেছে জামায়াত-শিবিরকর্মীরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের বাইপাস সড়কের রামাইগাছী এলাকায় এ ঘটনা ঘটে।

পৌর জামায়াতের আমির আতিকুল ইসলাম রাসেল জানান, শাকিল আহম্মেদ বাইপাস সড়ক দিয়ে হরিশপুরের দিকে যাচ্ছিল। পথে রামাইগাছী এলাকায় কয়েকজন আওয়ামী লীগকর্মী তার ওপর হামলা চালায়। এ সময় শাকিলের মাথা ফেটে যায়। এ খবর হরিশপুর এলাকায় জামায়াত-শিবির নেতাকর্মীদের কাছে পৌঁছলে তারা ঘটনাস্থলে গিয়ে শাকিলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

অপরদিকে, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম বিষয়টি অস্বীকার করে জানান, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে রামাইগাছী এলাকার যুবলীগ, শ্রমিক লীগ অফিস ও যুবলীগকর্মীর বাড়িতে ভাঙচুর ও আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।

(দ্য রিপোর্ট/এসএইচ/নূরু/এএস/ডিসেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর