thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

হলমার্ক চেয়ারম্যান জেসমিনের বিরুদ্ধে দুদকের মামলা

২০১৩ ডিসেম্বর ১২ ১৫:৫৯:০৪
হলমার্ক চেয়ারম্যান জেসমিনের বিরুদ্ধে দুদকের মামলা

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্দিষ্ট সময়ে সম্পদ বিবরণী কমিশনে দাখিল না করার অভিযোগে হলমার্ক-এর এমডি তানভীর মাহমুদের স্ত্রী ও গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর রমনা মডেল থানায় বৃহস্পতিবার দুপুরে দুদকের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন বাদী হয়ে মামলাটি (মামলা নং-২৪) দায়ের করেন। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬ (২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, গত ১৩ নভেম্বর জেসমিন ইসলামকে স্বনামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎসসহ বিস্তারিত বিবরণী কমিশনে দাখিলের নোটিস পাঠানো হয়। নোটিশস সাত কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী কমিশনে জমা দিতে বলা হয়। এর পর ২৪ নভেম্বর সম্পদ বিবরণী দাখিলের সময় বৃদ্ধির আবেদন করেন তার আইনজীবী। সময় বৃদ্ধির পরও জেসমিন ইসলাম তার সম্পদ বিবরণী কমিশনে দাখিল করেননি।

জেসমিন ইসলাম হলমার্ক কেলেঙ্কারির অন্যতম হোতা। বর্তমানে তিনি আদালতের শর্ত সাপেক্ষে জামিনে রয়েছেন।

হলমার্কের অর্থ লোপাটের ঘটনায় মোট ৩৮টি মামলা দায়ের করে দুদক। এর মধ্যে সোনালী ব্যাংক হোটেল রূপসী বাংলা শাখা থেকে হলমার্কের সহযোগী পাঁচ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩৭২ কোটি টাকা আত্মসাতের দায়ে মোট ২৭টি মামলা করা হয়।

এছাড়া ঋণ জালিয়াতির মাধ্যমে সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা লোপাটের বিষয়টি বর্তমানে দুদকের তদন্তাধীন রয়েছে। যেখানে গত ৭ অক্টোবর (ফান্ডেড অংশ) এক হাজার ৫৬৮ কোটি ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের দায়ে ২৬ জনের বিরুদ্ধে ১১টি মামলার চার্জশিট দেওয়া হয়েছে। সেখানে আসামি হিসেবে জেসমিন ইসলামের নামও রয়েছে।

(দ্য রিপোর্ট/এইচবিএস/নূরু/জেএম/ডিসেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর