thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

বৃষ্টি বৃঘ্নিত ম্যাচে উইন্ডিজের সংগ্রহ ১৫৮

২০১৩ ডিসেম্বর ১২ ১৬:০৬:৫৭
বৃষ্টি বৃঘ্নিত ম্যাচে উইন্ডিজের সংগ্রহ ১৫৮

দ্য রিপোর্ট ডেস্ক : বৃষ্টির বাধায় দ্বিতীয় দিন যথাসমেয়ে শুরু হয়নি নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট। প্রায় দেড় ঘণ্টা দেরিতে মাঠে গড়িয়েছে ম্যাচ। টানা বর্ষণ না হওয়ায় খেলতে পেরেছে দু’দল। প্রথম ইনিংসে দিন শেষে ৪ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলীয় স্কোরে জমা করেছে ১৫৮ রান।

ওয়েলিংটনে শুরুটা ভালো করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৪১ রানেই প্রথম উইকেট হারিয়েছে তারা। ব্যক্তিগত ২১ রানে টিম সাউদির এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন ওপেনার কিয়েরন পাওয়েল। উইকেটে থিতু হতে পারেননি ডোয়াইন ব্রাভো। কোরে অ্যান্ডারসনের বলে ফুলটনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন তিনি (৪)।

পর পর ২ উইকেট হারালেও দেখেশুনে খেলছিলেন কির্ক এডওয়ার্ডস। তাকে ভালো সঙ্গও দিচ্ছিলেন মারলন স্যামুয়েলস।কিন্তু ২৫.৩ ওভারে মনোসংযোগে ব্যত্যয় ঘটেছে এই ওপেনারের। হাফসেঞ্চুরির (৫৫) পর অ্যান্ডারসনের দ্বিতীয় শিকার হয়েছেন তিনি। তার বিদায়ের পর দিনের শেষ উইকেট হিসেবে অভিজ্ঞ শিবনারায়ণ চন্দরপলকে (৪) হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন স্যামুয়েলস। অপরাজিত ৫০ রান করেছেন তিনি। সঙ্গী দেওনারিনের ব্যক্তিগত স্কোরে জমা হয়েছে ১১ রান।

এর আগে প্রথম ইনিংসে রস টেলরের সেঞ্চুরিতে অলআউট হওয়ার পূর্বে ৪৪১ রান করেছে নিউজিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১৫৮/৪; ৩৭ ওভারে (এডওয়ার্ডস ৫৫, স্যামুয়েলস ৫০*, কিয়েরন ২১; অ্যান্ডারসন ২/২০)

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৪৪১; ১১৫.১ ওভারে (টেলর ১২৯, ওয়াটলিং ৬৫, উইলিয়ামসন ৪৫, অ্যান্ডারসন ৩৮, ম্যাককুলাম ৩৭; বেস্ট ৪/১১০, গ্যাব্রিয়েল ২/৮৬)

(দ্য রিপোর্ট/সিজি/নূরু/ডিসেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর