thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

রাজধানীর কাফরুলে গণধোলাইয়ে এক ব্যক্তির মৃত্যু

২০১৩ ডিসেম্বর ১২ ১৬:০৮:৪২
রাজধানীর কাফরুলে গণধোলাইয়ে এক ব্যক্তির মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কাফরুলে পুলিশ পরিচয়ে ‘ডাকাতি’ করার সময় গণধোলাইয়ে আহত ব্যক্তি মারা গেছেন। নিহতের নাম রুবেল। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কাফরুল থানার পরিদর্শক ওয়াজেদ আলী জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ৯৬নং উত্তর কাফরুলের দ্বিতীয় তলায় মামুনের বাসায় পুলিশ পরিচয়ে ৬-৭ জন ব্যক্তি প্রবেশ করেন। এ সময় তারা অস্ত্র বের করলে গৃহকর্তা মামুন ও তার পরিবারের সদস্যরা চিৎকার করেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিযে যাওয়ার চেষ্টা করেন। পালানোর সময় তিনজনকে ধরে গণধোলাই দেয় জনতা।

এ সময় কাফরুল থানার সহকারী উপ-পরিদর্শক আশরাফ আলী রুবেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্য দু’জনকে পুলিশ আটক করেছে বলে জানান ওয়াজেদ আলী।

(দ্য রিপোর্ট/এসআর/নূরু/এসকে/ডিসেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর