thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

রাবিতে শিবির-পুলিশ সংঘর্ষ, আহত ৩০

২০১৩ ডিসেম্বর ১২ ১৭:০০:২৯
রাবিতে শিবির-পুলিশ সংঘর্ষ, আহত ৩০

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর ও অক্ট্রয় মোড়ে শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় শিবিরের ৩০ কর্মী আহত হয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ দ্য রিপোর্টকে জানান, শিবিরকর্মীরা মিছিল নিয়ে রাস্তায় নাশকতা করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা হয়নি।

এ বিষয়ে রাবি শিবিরের মুখমাত্র জিয়াউদ্দীন বাবলু দ্য রিপোর্টকে জানান, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল বের করলে পুলিশ আমাদের লক্ষ্য করে গুলি করে। এতে আমাদের ৫ কর্মী গুলিবিদ্ধ হয়। আহত হয় কমপক্ষে ৩০ জন।।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করার প্রতিবাদে দুপুর ২টার দিকে রাবি সংলগ্ন অক্ট্রয় মোড় ও বিনোদপুর থেকে একটি মিছিল বের করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা-রাজশাহী মহাসড়কে এলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি, শতাধিক রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শিবিরের ৩০ নেতাকর্মী আহত হয়।

(দ্য রিপোর্ট/এমএএ/নূরু/এমএইচও/এমডি/ডিসেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর