thereport24.com
ঢাকা, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১,  ১৮ জমাদিউস সানি 1446

৫ প্রশ্নে ঈশিতা

২০১৩ ডিসেম্বর ১২ ১৭:৩২:৪৬
৫ প্রশ্নে ঈশিতা

দ্য রিপোর্ট প্রতিবেদক : বৃহস্পতিবার রাত ৮টা ১৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে তুহিন অবন্তর রচনা ও পরিচালনায় ধারাবাহিক ‘কর্পোরেট’। এ নাটকে অভিনয় করেছেন রুমানা রশিদ ঈশিতা। দ্য রিপোর্টের সঙ্গে আলাপকালে কথা হয় তার বর্তমান ব্যস্ততা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা।

দ্য রিপোর্ট : কর্পোরেট নাটকটি নিয়ে কিছু বলুন?
ঈশিতা : হাস্যকর ব্যাপার, অনেকে আমাকে এই নাটকটি নিয়ে প্রশ্ন করে। আমি আসলে ওই নাটকটিতে অভিনয়ই করিনি। ভুল করে আমার নাম প্রচার হয়ে গেছে। এই ভুল যেন না হয়, তা আশা করি। আর আমি আসলে এখন নাটক করছি না। চাকরি আর সংসার নিয়ে ব্যস্ত আছি।
দ্য রিপোর্ট : কোন প্রতিষ্ঠানের সঙ্গে আছেন?
ঈশিতা : আমি চ্যানেল আইয়ে কর্মরত আছি। আগে পরিকল্পনা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করতাম। বর্তমানে আমি পরামর্শক হিসেবে কাজ করছি। অনুষ্ঠান ও ইভেন্ট নিয়ে ভাবছি।
দ্য রিপোর্ট : নতুন কোন পরিকল্পনা?
ঈশিতা : জানুয়ারির প্রথম দিকে নতুন কিছু ইভেন্ট করবো। সেটা নিয়ে পরিকল্পনা করছি।
দ্য রিপোর্ট : নাটকে অভিনয় করবেন না?
ঈশিতা : ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে একটি নাটক পরিচালনা করবো। বর্তমানে চিত্রনাট্যের কাজ চলছে।
দ্য রিপোর্ট : বর্তমান রাজনৈতিক অস্থিরতা থেকে উত্তরণের উপায় কি?
ঈশিতা : আমাদের সবার সমস্যা একটাই, সবাই সব ব্যাপারে মতামত দেয়। প্রতিটি মানুষ পছন্দ করে নিজের ক্যারিয়ার নির্ধারণ করে। রাজনীতিবিদরাও পছন্দ করে এই জায়গায় এসেছে। তারা যা করবে বুঝে করবে, আমাদের সবার উচিত, রাজনীতিবিদদের ওপর আস্থা রাখা। আমরা নাগরিক হিসেবে শুধু অভিমত দেব। আমি চাই, খুব শিগগিরই সব স্বাভাবিক হয়ে যাক।
(দ্য রিপোর্ট/আইএফ/নূরু/এমসি/ডিসেম্বর ১২, ২০১৩)


পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর