thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ডিজেএফবির যাত্রা শুরু

২০১৩ ডিসেম্বর ১২ ১৭:৫৮:৪৮

দ্য রিপোর্ট প্রতিবেদক : উন্নয়ন রিপোর্টিং-এ যুক্ত সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) এর যাত্রা শুরু হয়েছে।

দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেস-এর সিনিয়র রিপোর্টার এফ এইচ এম হুমায়ুন কবীরকে সভাপতি এবং দ্য ইন্ডিপেনডেন্ট-এর সিনিয়র রিপোর্টার জাগরণ চাকমাকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), বিশ্বব্যাংক, এডিবিসহ সকল উন্নয়ন সহযোগী সংস্থার সংবাদ যারা নিয়মিত কাভার করেন তাদের নিয়ে এ সংগঠনটি গঠিত হয়েছে।

সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনামন্ত্রীর সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় সর্বসম্মতভাবে এ কমিটি গঠিত হয়।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেন- সহসভাপতি নাজমুল হক (মানবকন্ঠ), জাফর আহমেদ (সমকাল), যুগ্ম-সাধারণ সম্পাদক খান এ মামুন (বণিক বার্তা), সাংগঠনিক ও দপ্তর সম্পাদক হামিদ-উজ-জামান মামুন (জনকন্ঠ), অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম (আলোকিত বাংলাদেশ)।

কার্যকরী সদস্যরা হচ্ছেন- হাসিবুল আমান (ডেইলি সান), আরিফুর রহমান (কালের কন্ঠ), মামুন আবদুল্লাহ (যুগান্তর) ও আব্দুল্লাহ আল কাফি (আমাদের সময়)।

সভায় সভাপতিত্ব করেন দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার হামিদ সরকার।

(দ্য রিপোর্ট প্রতিবেদক/জেজে/নূরু/এমএইচও/এমডি/ডিসেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর