thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

যশোরে গাছ কেটে অবরোধ, স্বাস্থ্যকেন্দ্রে আগুন

২০১৩ ডিসেম্বর ১২ ১৮:১৪:৩২
যশোরে গাছ কেটে অবরোধ, স্বাস্থ্যকেন্দ্রে আগুন

যশোর সংবাদদাতা : ১৮দলীয় জোটের ডাকে অবরোধে বৃহস্পতিবার যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়ায় আবারো গাছ কেটে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।

এদিনও রাস্তার পাশের ২৫টি গাছ কেটে রাস্তা অবরোধ করে রাখা হয়। এর আগে বুধবার ওই এলাকায় শতাধিক গাছ কেটে প্রায় এক কিলোমিটার এলাকা অবরোধ করে রাখে জামায়াত-শিবিরকর্মীরা।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ দ্য রিপোর্টকে জানান, বৃহস্পতিবার সকাল থেকেই রূপদিয়া এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীর গাছ কেটে তা রাস্তায় ফেলে অবরোধ শুরু করে। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা পালিয়ে যায়। দুপুর ৩টায় পুলিশ সদস্যরা গাছ সরানোর কাজ শুরু করেন।

এদিকে, বৃহস্পতিবারও যশোর-বেনাপোল মহাসড়কের চাঁচড়ায় অবস্থান নিয়ে বিক্ষোভ-সমাবেশ করে ১৮-দলীয় জোট নেতাকর্মীরা। এছাড়া যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট, যশোর-মাগুরা মহাসড়কের নওয়াপাড়া, যশোর-সাতক্ষীরা সড়কের মনিরামপুরের বেগারিতলায় অবরোধকারীরা রাস্তায় গাছের গুঁড়ি ও ইটপাটকেল ফেলে অবরোধ সৃষ্টি করে।

অন্যদিকে বুধবার রাতে যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের একটি কক্ষ আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে স্বাস্থ্যকেন্দ্রের একটি টেবিল ও তিনটি চেয়ার পুড়ে যায়। পরে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে দেয়।

কেন্দ্রের পরির্দশক আজমিন আরা দ্য রিপোর্টকে জানান, রাত অনুমানিক নয়টার দিকে ইউনিয়নের ঘরুলিয়া স্কুলের দীঘির পাশে অবস্থিত স্বাস্থ্যকেন্দ্রের জানালার কাঁচ ভেঙ্গে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এ ব্যাপারে কোতোয়ালি থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/জেএম/নূরু/এমএইচও/এমডি/ডিসেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর