thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

জাতীয় স্কুল ফুটবল শুরু ডিসেম্বরের শেষ সপ্তাহে

২০১৩ ডিসেম্বর ১২ ১৮:৩৫:২৬
জাতীয় স্কুল ফুটবল শুরু ডিসেম্বরের শেষ সপ্তাহে

দ্য রিপোর্ট প্রতিবেদক : চলতি মাসের (ডিসেম্বর) শেষ সপ্তাহে দেশব্যাপী জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে। দ্বিতীয়বারের মতো এ টুর্নামেন্ট আয়োজনে বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

সমঝোতা স্মারকে শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী ও বাফুফের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন স্বাক্ষর করেছেন। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত ছিলেন।

এই টুর্নামেন্টে প্রথমে প্রতি উপজেলায় ১০টি স্কুল নক-আউট পদ্ধতিতে খেলায় অংশগ্রহণ করবে। সেখান থেকে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দলগুলো জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করবে। পরবর্তীতে প্রতি জেলায় একইভাবে টুর্নামেন্টের খেলা সম্পন্ন হবে। প্রতি জেলায় চ্যম্পিয়ন দল বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করবে।

অনুষ্ঠানে আরো জানানো হয়, প্রতি বিভাগের চ্যম্পিয়ন ও রানার আপ দল এবং ঢাকা মহানগরী জোনের চ্যাম্পিয়ন ও রানার আপ দল নিয়ে মোট ১৬টি দল চূড়ান্ত পর্যায়ে খেলায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবে। আগামী বছরের মে মাসের মধ্যে খেলা সম্পন্ন হবে বলেও বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

২০১১ সালে প্রথম এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলা শেষ হয়েছিলো গত বছরের ১৪ জুলাই। এ সময় চ্যাম্পিয়ন দলকে ১০ লাখ টাকা এবং রানার আপ দলকে ৫ লাখ টাকা দেওয়া হয়।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘শিক্ষার্থীদের বিশ্বমানে উন্নীত করতে অনেক উদ্যোগের সঙ্গে এ টুর্নামেন্টের আয়োজন করেছি আমরা। খেলাধুলার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের আরো উজ্জীবিত রাখতে চাই। আশা করছি টুর্নামেন্টের মাধ্যমে ভালো ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে।’

বাফুফে সভাপতি সালাউদ্দিন বলেছেন, ‘টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে ভবিষ্যতে খেলোয়াড় তৈরিতে আমরা ভালো ফল পাবো। আমি নিজেও স্কুল ফুটবলের মধ্যেমেই এ পর্যায়ে এসেছি। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যিনিই থাকুন এ টুর্নামেন্ট যেন স্থায়ীভাবে চলতে থাকে সে ব্যবস্থা করারও অনুরোধ জানাছি।’

এসময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন, বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুশের্দীসহ শিক্ষা মন্ত্রণালয় ও বাফুফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরএমএম/নূরু/সিজি/ডিসেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর