thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

চট্টগ্রামে অ্যাম্বুলেন্সসহ ৫ গাড়িতে আগুন,পুলিশসহ আহত ৬

২০১৩ ডিসেম্বর ১২ ১৮:৫৮:২২
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সসহ ৫ গাড়িতে আগুন,পুলিশসহ আহত ৬

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামে পুলিশের সঙ্গে জামায়াত- শিবিরকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় ২ পুলিশসহ ৬ জন আহত হয়েছেন।

নগর পুলিশের সহকারী কমিশনার ( গোয়েন্দা) বাবুল আক্তার জানান, কাদের মোল্লা রিভিউ পিটিশন খারিজ হওয়ার পর দুপুর ২টার দিকে শিবির কর্মীরা নগরীর আন্দরকিল্লা এলাকায় ঝটিকা মিছিল বের করে।

মিছিল থেকে ভাঙচুর এবং গাড়িতে আগুন দিলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় পিকেটাররা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় জামায়াত-শিবিরকর্মীরা। পরে পুলিশের বাধার মুখে তারা দেওয়ান বাজারের দিকে পালিয়ে যায়। তারা পালিয়ে যাওয়ার সময় একটি অ্যাম্বুলেন্স, একটি সিএনজি অটোরিকশাসহ ৫টি গাড়িতে আগুন দেয়।

সংঘর্ষ চলাকালে যানচলাচল ও দোকানপাট বন্ধ হয়ে যায়। সংঘর্ষে ২ পুলিশসহ ৬ জন আহত হয়েছেন।

(দ্য রিপোর্ট/কেএইচ/এনডিএস/ডিসেম্বর ১২,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর