thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সাবেক থাই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

২০১৩ ডিসেম্বর ১২ ১৯:২৪:৩৮
সাবেক থাই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

দ্য রিপোর্ট ডেস্ক : থাইল্যান্ডে ২০১০ সালে সরকারবিরোধী আন্দোলনে বিরোধীদের হত্যার অভিযোগ আনা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভার বিরুদ্ধে। খবর বিবিসির।

তবে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রধান অভিজিৎ এ অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে এ মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত।

এমন সময় এ অভিযোগ করা হল যখন দেশটিতে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগ দাবিতে আন্দোলন চলছে।

বিদ্রোহীদের নেতা সুথেপ থৌগসুবানকে এ মামলায় অভিযুক্ত করা হয়েছে। ২০১০ সালে তিনি প্রধানমন্ত্রী অভিজিতের ডেপুটি ছিলেন। এ মামলায় আদালত তার শুনানি স্থগিত করেছে।

২০১০ সালে দেশটিতে যখন থাকসিন সিনাওয়াত্রার পদত্যাদের দাবিতে আন্দোলন চলছিল তখন অভিজিৎ ও সুথেপ দুজনই ক্ষমতায় ছিলেন। ‘লাল শার্ট’ নামে পরিচিত ওই আন্দোলনে ৯০ জন নিহত হয়।

সিনাওয়াত্রা পরিবারের শাসনের পতনের দাবিতে দেশটিতে আন্দোলন চলছে। আন্দোলনকারীদের দাবি, ইংলাক তার ভাই থাকসিনের কথা মতোই দেশ চালাচ্ছেন।

অব্যাহত আন্দোলনের চাপে ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি দেশটিতে সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন ইংলাক। তবে এর আগে তিনি ক্ষমতা ছাড়বেন না বলে জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/এসকে/ডিসেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর