thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই 25, ১৭ আষাঢ় ১৪৩২,  ৫ মহররম 1447

বগুড়ায় সরকারদলীয় সংসদ সদস্য আব্দুল মান্নানের বাসায় আগুন

২০১৩ ডিসেম্বর ১২ ১৯:৩৩:১৭
বগুড়ায় সরকারদলীয় সংসদ সদস্য আব্দুল মান্নানের বাসায় আগুন

বগুড়া সংবাদদাতা : বগুড়া- ১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ আবদুল মান্নানের বাসায় পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শহরের কলোনী এলাকায় অবস্থিত বাসায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। এর পর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় মান্নান বাসায় ছিলেন না।

বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক দ্য রিপোর্টকে জানান, বগুড়া-১ আসনের সংসদ সদস্য আবদুল মান্নানের বাসায় পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসসহ পুলিশ ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় দুইঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরো জানান, বোমা হামলায় মন্ত্রীর বাসার নিচতলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে যায়। অগ্নি-সংযোগে জড়িত দুর্বৃত্তদের খোঁজে পুলিশ আশেপাশের এলাকায় অভিযান চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় সংসদ সদস্য মান্নানের বাসায় পেট্রোল বোমা মেরে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। পরে কয়েকটি ককটেল ফাটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমএইচও/এমডি/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর