thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

আতঙ্কগ্রস্ত ইসি কর্মকর্তারা

২০১৩ ডিসেম্বর ১২ ১৯:৫১:৫৪
আতঙ্কগ্রস্ত ইসি কর্মকর্তারা

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম সংসদ নির্বাচনে দায়িত্বরত সারাদেশের জেলা, উপজেলা নির্বাচন কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচনী দায়িত্ব পালন করা কঠিন এমন মতামত দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে চিঠিও পাঠনো হয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা নির্বাচন অফিসে বোমা হামলা হয়েছে এবং আগুন দেওয়ায় হয়েছে।

ইসি সচিবালয় থেকে দেশের এসব জেলা, উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও এসব কর্মকর্তা কর্মচারিদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে ইসির একাধিক কর্মকর্তা জানান, ইতোমধ্যে কমিশনে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে চিঠি আসছে। নির্বাচনী আইন অনুযায়ী দেশের সকল কর্মকর্তা নির্বাচনী দায়িত্ব পালনে বাধ্য। তবে ইসি সচিবালয়ের কর্মকর্তারাও আতঙ্কিত বলে জানিয়েছেন তারা।

এ বিষয়ে একাধিকবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে। আমরা সারাদেশের নির্বাচন অফিসগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি।

(দ্য রিপোর্ট/ এমএস/এমডি/ ডিসেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর