thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

এমপি শফিক চৌধুরীকে হত্যার হুমকি

২০১৩ ডিসেম্বর ১২ ১৯:৫৫:২০
এমপি শফিক চৌধুরীকে হত্যার হুমকি

সিলেট অফিস : মোবাইলের এসএমএস-এর মাধ্যমে সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে।

০১৮২৯৬৩০৪১২ নাম্বার থেকে এসএমএস-এর মাধ্যমে বৃহস্পতিবার বিকেল ৩টায় এ হুমকি দেওয়া হয়।

এসএমএস-এ লেখা হয়- ‘হাই মি. শফিক, তোর মৃত্যুর পরোয়ানা পাঠালাম। বৃহস্পতিবার তোর বাসা-বাড়ি উড়িয়ে দেওয়া হবে এবং তোকে হত্যা করা হবে। সকলের কাছে বিদায় নে।’ সবার শেষে ‘হেফাজতে ইসলাম’ নাম দেওয়া হয়।

এ ব্যাপারে এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আয়ূব দ্য রিপোর্টকে জানান, এসএমএস-এর বিষয়টি আমি জেনেছি। এমপি শফিকুর রহমানের বাসায় অতিরিক্ত পুলিশের ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, শফিকুর রহমান চৌধুরীর পক্ষ থেকে মৌখিকভাবে সিলেটের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি জানানো হয়েছে।

এ ব্যাপারে শফিকুর রহমান চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

(দ্য রিপোর্ট/এমজেসি/এমএইচও/ডিসেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর